প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 22, 2025 ইং
টাঙ্গাইল রাবনা বাইপাস এলাকায় মায়া-মন্টু নিউ মার্কেট এর শুভ উদ্বোধন
    
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল রাবনা বাইপাস এলাকায় মায়া-মন্টু নিউ মার্কেট  নামে বৃহত্তর একটি পাইকারি কাঁচাবাজার এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মার্কেটটি উদ্বোধন করা হয়। এ সময় রাবনা বাইপাস নিউ মার্কেট মালিক সমিতির সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু, অত্র মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শরিফুল ইসলাম, এনামুল হক মনিপাহেলী, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক দবির হোসেন রানা, হাবিবুর রহমান হাবিব, শহর বিএনপির সহ-সভাপতি মাসুদ পারভেজ পান্নু, মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক মোতালেব হোসেন রানা প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, মার্কেটটি নতুন, তাই ক্রেতা সাধারণকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে, যাতে স্বল্প মূল্যে মাল ক্রয় করে তারা অন্যত্র বিক্রি করে লাভবান হতে পারে। খেয়াল রাখতে হবে ক্রেতা সাধারণ যেন কোন প্রকার হয়রানির শিকার না হয়। তা না হলে ক্রেতা সাধারণ এর উপস্থিতি কমে যাবে। সবশেষে বাজারের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি।
 
    
       © সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com